শ্রমজীবীদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে ছাত্র ইউনিয়ন

Published: 21 Mar 2020   Saturday   

পার্বত্য জেলা রাঙামাটিতে নিম্ন আয়ের শ্রমজীবী ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন। শুক্রবার রাতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রান্ত জানিয়েছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। বাংলাদেশেও ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের দেশের বেশির ভাগই মানুষই নিম্ন আয়ের ও শ্রমজীবী। তাই ছাত্র ইউনিয়ন দেশের বিভিন্ন প্রান্তের নিম্নআয়ের শ্রমজীবী ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা রাঙামাটি জেলাতেও বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের উদ্যোগ নিয়েছি।’

 

ছাত্র ইউনিয়নের এই নেতা জানান, ‘আমরা ইতিমধ্যে আমাদের নিজস্ব তহবিল সংগ্রহ করছি। এ কাজে সমাজের বিত্তশালীরা আমাদের পাশে দাঁড়ালে আমরা সর্বাত্মক মানুষের পাশে দাঁড়াতে পারব।’

 

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে সহযোগিতা পাঠাতে পারেন- ০১৮৩৩৪২২৭১৬ (বিকাশ-পারসোনাল) এই নাম্বারে। জরুরি প্রয়োজনে ০১৫৩৩৩০৪০৯১ ও ০১৮৬২৭৭০৬০৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ছাত্রইউনিয়ন নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত