চন্দ্রঘোনায় দুস্কৃতিকারীদের গুলিতে নিহত ১

Published: 28 Mar 2015   Saturday   

অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের গুলিতে উসাচিং মারমা (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ডংনালা হতে প্রায় ৪ কিলোমিটার ভিতরে গাবতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। তার পিতার নাম উথোইচিং মারমা।

 

জানা গেছে, প্রায় ৩ বছর পূর্বে উসাচিং কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ডংনালা হতে প্রায় ৪ কিলোমিটার ভিতরে গাবতলী বাজার এলাকায় থেকে বিয়ে করে একটি চা’র দোকান চালিয়ে পরিবার পরিজন নিয়া বসবাস করে আসছে। শুক্রবার সন্ধ্যায় কে বা কারা তাকে ডেকে নিয়ে গাবতলী বাজার সংলগ্ন এলাকায় গুলি করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত উসাচিং এর বাড়ি খাগড়াছড়ি জেলার গোলাবাড়ীতে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। শনিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি পাঠানো হয়েছে। এ ব্যাপা থানায় মামলা রুজু করা হয়েছে।

 

চন্দ্রঘোনা থানার ওসি জুহুরুল আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে  এখনো কোন ক্লু পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত