শনিবার থেকে রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরু

Published: 27 Mar 2015   Friday   

উদ্ধোধনের প্রায় ৭৬ দিন পর শনিবার থেকে বহুল আলোচিত রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। পাঠদান কার্যক্রম শুরুর লক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসন ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুুতি সম্পন্ন করেছে।

 

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ অন্যান্য কয়েকটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনসহ যাবতীয় কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে আসায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।


জানা যায়, শহরের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাশের অস্থায়ী একটি বিল্ডিং-এ গত ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজের উদ্ধোধন করা হয়। এ কলেজের ২০১৩-১৪ সালের শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ৫১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। সুত্র মতে, গত ১৮ মার্চ রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম অচলাবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে গুরুত্বপুর্ন সভা ডাকা হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যতদ্রুত সম্ভব মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম চালুর নিদের্শ দেন। এছাড়া সভায় রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা পর্যদ গঠনের নির্দেশ দেন। এতে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে একটি পরিচালনা পর্যদ গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


এদিকে, শনিবার মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর যাবতীয় প্রস্তৃতি দেখতে শুক্রবার জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন ও পুলিশ সুপার সাইদ তারিকুল হাসানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা মেডিকেল কলেজে সরেজমিনে পরিদর্শন করেছেন। পাশাপাশি মেডিকেল কলেজ বিরোধীতাকারীরা যাতে কোন প্রকার অনাকাংখিত ঘটাতে না পারে সে জন্য মেডিকেল কলেজের আশেপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।


অপরদিকে, সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে শনিবার রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রমকে নিয়ে রাঙামাটিতে কোন কর্মসূচি দেয়নি বলে জানা  গেছে।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রমকে কেন্দ্র করে অপাতত সংগঠনের পক্ষ থেকে কোন কর্মসূচি নেই। তবে সংগঠনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত রাখার দাবি অনড় রয়েছে।

 

তিনি আরও জানান, জনসংহতি সমিতির উক্ত মতামত ও দাবিনামা লিখিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের নিকট জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও একই দাবি জানিয়ে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু ১৭ ও ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি কেএস মং ও রাঙামাটির সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদারও একই মতামত ও দাবি তুলে ধরেছেন। ১৮ মার্চ অনুষ্ঠিত সভায়ও ঊষাতন তালুকদার এমপি রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত: স্থপিত রেখে রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বন্টন করে দেয়ার দাবি জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উক্ত সভায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার একতরফা সিদ্ধান্ত দিয়েছেন।


রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ টিপু সুলতান জানান,মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান শুরু হবে।


পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান জানান,প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে চায় তা হলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করে আইনের আওতায় আনা হবে। মেডিকেল কলেজকে ঘিরে যে হেউই হোক না কেন কোন অপ্রীতিকর ঘটাতে চাইলে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।


জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন জানান, শনিবার মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম চালুসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে শুক্রবার মেডিকেল কলেজে সরেজমিনে পরিদর্শন করেছেন। মেডিকেল কলেজের পাঠদান শুরু করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


উল্লেখ্য, গত ১০ জানুয়ারী প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যেমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। এর প্রতিবাদে ওই দিন রাঙামাটি জেলায় অবরোধের ডাক দেয় পাহাড়ী ছাত্র পরিষদ। এ অবরোধকে কেন্দ্র করে শহরে সাম্প্রদায়িক সহিংসতার রুপ নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ এবং পরবর্তীতে কারফিউ জারি করা হয়। এর পর থেকে মেডিকেল কলেজের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত