রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 27 Feb 2020   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুল হুদার সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোমদাস, লাইলাতুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। এসময় বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতার বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।


জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৮টি দল জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় রাণীদয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও তৃতীয় হয়েছে পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।

 

উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রাঙামাটি সরকারী কলেজ, দ্বিতীয় কাউখালী সরকারী ডিগ্রী কলেজ ও তৃতীয় হয়েছে রাজস্থলী সরকারী কলেজ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত