রাঙাামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলাপম্যান্ট এসোসিয়েটস এর উদোগে কমিউনিটি এসেটরিপেয়ারিং-এর উপর ৮ দিনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার আশিকা প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিতই প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,প্রকল্প সমন¦য়ক এডভোকেট কক্সী তালুকদার,এডিবির প্রতিনিধি প্রকৌশলী পুষ্পধ নচাকমা, ইউএনডিপির প্রতিনিধি বিহিত বিধান খীসা। অনুষ্ঠানে ৮ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সে অংশ নেয়া প্রশিক্ষানার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করেন।
বাস্তবায়াধীন সাসটেইনেবল ম্যানেজম্যান্ট অব কমিউনিটি ডেভেলাপম্যান্ট ইন সিএইচটি”প্রকল্পের আওতায় সংস্থার প্রধান কার্যালয়ে“কমিউনিটি এসেটরিপেয়ারিং”এর গেল ১৮ ফেব্রয়ারি থেকে ২৫ ফেব্রয়ারি পর্যন্ত ৮ দিনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কোর্সে রাঙামাটি, বাঘাইছড়ি, লংগদু, কাপ্তাই, নানিয়ারচর ও কাউখালীউ পজেলা থেকে ২২ জনয যুবক-যুবতী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রকল্পটি এডিবির অর্থায়নে ইউএনডিপির কারিগরি সহযোগিতায় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর