কাপ্তাইয়ে প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণের উদ্বোধন

Published: 18 Feb 2020   Tuesday   

কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রামের প্রাক- প্রাথমিক শিশুদের মাঝে খেজুর বিতরণ- এর "শুভ উদ্বোধন" করা হয়েছে মঙ্গলবার উপজেলার চন্দ্রঘোনা মিতিঙ্গাছড়ি পাড়া কেন্দ্রে।

 

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় এনজিও সংস্থা `আশিকা` ডেভেলাপমেন্ট এসোসিয়েটসের আয়োজনে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায়  এই খেজুর বিতরণ করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কাপ্তাই উপজেলা প্রোগ্রাম ম্যানেজার নিলুফা নাজনীন।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের  প্রোগ্রাম এসোসিয়েটস ফ্রিজিয়া তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রকল্পের এপিএম সুতীব্র চাকমা, এনজিও সংস্থা আশিকার ফিল্ড মনিটর ও উপজেলা টীম লিডার জৌময় পাংখোয়া, ফিল্ড মনিটর  চিত্রা দেওয়ান,ফিল্ড মনিটর বসুমতি চাকমাসহ বিপুল সংখ্যক প্রাক- প্রাথমিক শিশু শিক্ষার্থী।

 

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ১৩৪ টি প্রাক- প্রাথমিক পাড়া কেন্দ্রের ১২শ` শিশু শিক্ষার্থীর মাথা পিছু ২ কেজি করে উন্নতমানের খেজুর বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সমম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত