রাঙামাটির তঞ্চঙ্গ্যা পাড়ার মডেল হাই স্কুলে জেলা প্রশাসনের সহায়তায় মার্চে ক্লাশ শুরু হবে

Published: 11 Feb 2020   Tuesday   

আগামী মার্চে রাঙামাটির মগবান ইউনিয়নে তঞ্চঙ্গ্যা পাড়া এসইএসডিপি মডেল হাই স্কুলে ক্লাশ শুরু হবে বলে ঘোষনা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।


তিনি বলেন, এরই মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। নিয়োগ দেওয়া হবে শিক্ষক। আপাতত নিয়োগকৃত শিক্ষকদের বেতন দেবে জেলা প্রশাসন। ধাপে ধাপে সব সংকট নিরসনের জন্য বিশেষ গুরুত্ব পাবে বিদ্যালয়টি।


মঙ্গলবার বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন,স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিদের সাথে মত বিনিময় সভায় এ ঘোষণা দেন রাঙামাটি জেলা প্রশাসক।


মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা রতন চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা।

 

এর আগে তিনি পায়ে হেটে দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে তঞ্চঙ্গ্যা পাড়ায় যান। গিয়ে বিদ্যালয়টি পরির্দশন করেন এবং পরবর্তী স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বিদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।


তিনি প্রতিশ্রুতি দেন বিদ্যালয়টি চালু এবং পরবর্তীতে সব সংকট দুর করে এলাকায় শিক্ষা বিস্তারে জেলা প্রশাসনের যা যা করণীয় তা করা হবে। এছাড়া তিনি জেলা প্রশাসক বিদ্যালয়ের তহবিলে ৫০ হাজার টাকা বরাদ্ধ, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দেন।


উল্লেখ্য, বিদ্যালয়টি ২০১১-১২ অর্থ বছরে নির্মাণ শেষে অবহেলায় পড়ে ছিল। নিয়োগ দেওয়া হয়নি শিক্ষক। এ নিয়ে বেসরকারী বিভিন্ন টেলিভিশনসহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এ সংবাদেও ভিত্তিতে জেলা প্রশাসন বিদ্যালয়টি চালুর উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত