সারা দেশের ন্যায় রাঙামাটির বরকলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে । এবার এই উপজেলায় দুই কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা রয়েছে ৭৩৬ জন।
জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় এবার বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ২৯৭ জন ও সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ৪৩৯জন। দুই কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছাত্র ৩৮৪ ও ছাত্রী ৩৫২ জন সর্বমোট ৭৩৬ জন। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ২টি ও সুবলং উচ্চ বিদ্যালয়ে ৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ১১১ জন ও ছাত্রী ১২৮ জন সর্বমোট ২৩৯ জন জুনোপহর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩৫ জন ও ছাত্রী২৩ জন সর্বমোট ৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অপরদিকে সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৭৭ জন ও ছাত্রী ৫৭জন সর্বমোট ১৩৪ জন বিলছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৪৫ ও ছাত্রী ৩৩ জন সর্বমোট ৭৮ জন বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৮০ ও ছাত্রী ৬৯ জন সর্বমোট ১৪৯ জন হাজাছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩৬ ও ছাত্রী ৪২ জন সর্বমোট ৭৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার (৩রা ফেব্রুয়ারী )সকাল ১০টায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে বাংলা ১ম পত্রের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক,সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান অাহমেদ,হল সুপার ও জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সুর চাকমা, কেন্দ্র সচিব ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.