খাগড়াছড়ি সদর ইউনিয়নে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর মেমোরিয়াল বৃত্তি প্রাপ্তরা হল প্রত্যয় চাকমা ও তুলসী চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সভাপতি সংঘ মিত্র দেওয়ান। সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্তম চাকমা ও অভিভাবকের পক্ষ থেকে মনি শঙ্কর চাকমা।
বক্তারা বলেন, গত বছর থেকে মেমোরিয়াল বৃত্তির ঘোষণা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বেড়েছে। এ বছর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগের বছরের চেয়ে বেশী নম্বর পেয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠেছে।
মেমোরিয়াল বৃত্তি বোর্ডের সদস্য অধ্যাপক বোধিসত্ত দেওয়ান জানান, রজনী কুমার দেওয়ান ও কানন বালা দেওয়ানের নামে ব্যাংকে এক লক্ষ টাকা জমা করে রাখা হয়েছে। এক বছরে যে মুনাফা পাওয়া যায়, তা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করা দুই জনকে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তি গত বছর (২০১৯ সাল) থেকে দেওয়া শুরু হয়। প্রতি বছর দেওয়া হবে।
১নং গড়গয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন রজনী কুমার দেওয়ান । আর তাঁর সহধর্মীনী হলেন কানন বালা দেওয়ান। বিদ্যালয়টি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি লেখাপড়ায় সুনাম অর্জন করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.