জুরাছড়িতে ডিজিটাল মেলার উদ্ধোধন

Published: 27 Mar 2015   Friday   

জুরাছড়ি উপজেলায় শুক্রবার  থেকে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে অফির্সাস ক্লাবে দুদিন ব্যাপী মেলার উদ্ধোধন করেন জুরাছড়ি  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসিম হায়দারের সভাপতিত্বে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিতেন কুমার সেন, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ তানজিল উল আলম উপস্থিত ছিলেন।

 

মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের এগারটি স্টলে ভিড় জমিয়েছিল দর্শকেরা। স্টলগুলোতে ডিজিটাল সেবার সুযোগ-সুবিধা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

 

সমাপনী দিনে অংশ গ্রহনকারী প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান ও রচনা ও কুইজ প্রতিযোগীতার প্রতিযোগীদের পুরুস্কার তুলে দেয়া হবে।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামের মানুষ আর পিছিয়ে নেই। দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে তথ্য প্রযুত্তি পৌছে গেছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো সম্পূন্য রূপে মোবাইল নেটওয়ার্কের আনা সম্ভব হয়নি। তার পরে বসে নেই পার্বত্য বাসী। কৃষি, স্বাস্থ্য ও বিভিন্ন অনলাইন চাকরি আবেদনসহ তারা কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের এমন দুর্গম জুরাছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুদের পাঠদান করা হচ্ছে। এর ফলে বাড়ছে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার আগ্রহ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত