বৃৃহস্পতিবার বান্দরবানের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
রাত ১২টা ০১ মিনিটে বান্দরবানের পুলিশ প্রশাসন স্থানীয় সদর থানা ময়দানে ৩১ বার তোপ ধবনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। মেঘলাস্থ স্মৃতি সৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এর পর পরই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ,জেলা বিএনপির একাংশ ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বনবিভাগ সহ অন্যন্য সমাজিক সংগঠন সমুহ শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে বান্দরবান স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজ, পুলিশ আনসার, ভিডিপি, স্কাউডস ও গার্লস গাইডদের কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এছাড়া প্রতিমন্ত্রী বান্দরবান বাসষ্টান্ডে শহীদ স্মৃতি সৌধ এবং বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাদ দেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা জাতীর সর্বকালের সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। আজ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমিসহ সকল জাতী গর্বিত। তিনি বলেন স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিকদের পূনর্বাসনের সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছেন। তিনি সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধাদের নিরলসভাবে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.