চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) জুম সাইন্স ক্লাবের উদ্যোগে রোববার দিনব্যাপী ছবি ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুদ্ধিজীবী চত্বরে প্রদর্শনীর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার।
উদ্বোধককালে প্রফেসর ড. শিরিন আখতার বলেন, বর্তমান বিশ্বে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো পরিবেশ বিপর্যয়। মানবসৃষ্ট দুষণের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য আজ হুমকির সম্মুখীন। এ পরিবেশ বিপর্যয় থেকে উত্তরণের জন্য জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের চমৎকার উদ্যোগ হাতে নেওয়ার জন্য আয়োজক কমিটিকে তিনি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাপ্তাই লেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশ দূষণ থেকে এ লেক রক্ষা করা আমাদের সকলের অন্যতম দায়িত্ব। তিনি জীব বৈচিত্র সংরক্ষণসহ পরিবেশ দূষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
ছবি ও চিত্র প্রদর্শনীর যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক এ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র জ্যোতি প্রসাদ চাকমা জানান, এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক চিত্র ও ছবি প্রদর্শনী হচ্ছে।
তিনি আরো বলেন, কাপ্তাই লেক দূষণ রোধে সচেতনতা এবং পাহাড়ীদের জুম কালচার সম্পর্কে ধারণা দেয়ার জন্য এই চিত্র ও ছবি প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
চিত্র ও ছবি প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুমেন চাকমা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও জুম সংস্কৃতি সাথে পরিচিতি করানোর জন্য এই ভিন্নধর্মী চিত্র ও ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কাপ্তাই লেক কেন দূষিত হচ্ছে এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় দূষণরোধে আমাদের করণীয় কি হতে পারে তা সকলের জানা উচিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.