মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়িতে হাজারো দর্শকের টান টান উত্তেজনায় মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে ।টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিলাপাড়া একাদশ।
মহালছড়ি উপজেলা মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল হাসান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শেখ রাসেল একাদশ বনাম টিলাপাড়া একাদশ এর মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত ৯০ মিনিটে অমিমাংসীত ভাবে শেষ হয়ে অতিরিক্ত সময়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় টিলাপাড়া একাদশ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন টিলাপাড়া একাদশের খেলোয়াড় মেহেদি হাসান রাজিব। সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শেখ রাসেল একাদশের সবুজ মিয়া।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। খেলা শেষে মহালছড়ি শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা করলে সম্প্রীতির মানসিকতা বাড়িয়ে তোলে। প্রতিটি মানুষের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় মহালছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মহালছড়ি জোনের পক্ষ থেকে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। ভবিষ্যতেও সম্প্রীতি বজায় রাখতে এই ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লেখ্য, গেল ১১ জানুয়ারি থেকে স্থানীয় ১২টি শক্তিশালী টিম দিয়ে মহালছড়ি জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.