প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে- দীপংকর তালুকদার এমপি

Published: 14 Jan 2020   Tuesday   

রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এখন সমতল ও পাহাড়ে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও নেই, যিনি সরকারের স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে।অথচ একসময় ছিলো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা পেতো না। কিন্ত আজ দেশ পরিবর্তন হয়েছে, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতায়।


মঙ্গলবার কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরন এবং ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


এ উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।


এর আগে প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ভবন ঘুরে দেখেন।উল্লেখ্য,সরকারের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এই ভবন নির্মিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত