রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই বাজার এলাকায় বজ্রপাতে ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহতের নাম মোঃ হযরত আলী (২৫)। আহতরা হলেন বিল্লাল হোসেন (১০),শরীফ (১৮), মেহেদী হোসেন (১০) ও আক্তার হোসেন (১২)।
জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই বাজার এলাকার উপর দিয়ে ঝড়ো-হওয়া বয়ে যায়। এসময় হযরত আলী,বিল্লাল হোসেন ,শরীফ , মেহেদী হোসেন ও আক্তার হোসেন জমিতে কাজ করছিলেন। পরে তারা পাশ্বর্তী একটি বাড়ীর আঙ্গিনায় আশ্রয় নেয়ার সময় অকস্মিক বজ্রপাত হলে ৫জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাবতা হাসপাতালে ভর্তি করার পর হযরত আলী মারা যান।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.