রাঙামাটিতে বৈশাখী টেলিভিশনের ১৫ বছরপূর্তি উদযাপন

Published: 27 Dec 2019   Friday   

রাঙামাটিতে বৈশাখী টেলিভিশনের ১৫ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি শিশু নিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বৈশাখী টেলিভিশনের রাঙামাটি জেলা সংবাদদাতা মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিতে বিশেষ অথিতি ছিলেন, জেলা মৎস্য জীবিলীগের সভাপতি উদয়ণবড়ুয়া, সংস্কৃতি ব্যক্তিত্ব শ্যামল দেব, এসএটিভির জেলা প্রতিনিধি ও অনলাইন সিএইচটি টিভির সম্পাদক সাংবাদিক মোঃ সোলাইমান, পাহাড়ের সময়ের সাংবাদিক পলাশ চাকমা।


এর আগে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে রাঙামাটি শিশুনিকেতন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সিএইচটাইমসএর প্রতিনিধি শহীদুল ইসলাম হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, মোঃআবুল হাসেম,মোঃইব্রহিম স্বপন,রাঙামাটি সরকারি কলেজের সাবেক সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পাসহস মাজের সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ১৫ বছর পূর্তির কেক কেটে কাটেন অতিথিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন,বৈশাখী টেলিভিশনের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করার জন্যই দেশের সাধারন মানুষের কাছে অধিক জনপ্রিয় । বৈশাখী টেলিভিশনের সহযোগিতায় দেশের অনেক উন্নয়নের চিত্র পাহাড়ের মানুষের চোখে পড়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত