পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের অন্যতম সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম ভিক্ষুসংঘ বাংলাদেশের চতুর্থ তম সংঘরাজ হিসেবে ইউনিলিভার বাংলাদেশ ও এটিএন বাংলার যৌথ স্বীকৃতিপ্রাপ্ত সাদা মনের মানুষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোকে বরণ করা হয়েছে। একই সাথে আরেক আলোকিত মানুষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোকে উপসংঘরাজ নির্বাচন করা হয়েছে। শুক্রবার রাঙামাটির আনন্দ বিহারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভিক্ষুসংঘ বাংলাদেশ এর তৃতীয়তম সংঘরাজ ও বৌদ্ধধর্মীয় মহাগুরু ভদন্ত অভয় তিয্য মহাথেরোর প্রয়ানের পর অনুষ্ঠানিকভাবে চতুর্থতম সংঘরাজ ঘোষণা করা হয়। নবনির্বাচিত সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো বর্তমানে বাঘাইছড়ি উপজেলার মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে এবং উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরো তবলছড়ির আনন্দ বিহারে অধ্যক্ষ হিসেবে অবস্থান করছেন। প্রজ্ঞানন্দ মহাথেরো রাজধানীয় ঢাকার মিরপুরে স্থাপিত বনফুল গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি।
শুক্রবার বিকালে রাঙামাটি শহরের আনন্দ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সংঘরাজ ও উপসংঘরাজকে অভিষিক্ত করা হয়েছে। উৎসবে মুখর হয়ে ওঠে গোটা আনন্দ বিহার এলাকা। অনুষ্ঠানে শতাধিক বৌদ্ধভিক্ষুসহ অগণিত পুণ্যার্থী ও বৌদ্ধ ধর্মাবলম্বির সমাগম ঘটে।
এসময় বৌদ্ধ ধর্মীয় মহাগুরু সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো ও উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরোকে ক্রেস্ট, অভিষেকপত্র ও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। শুরুতে দুই সংঘরাজকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ অ্যাসোসিয়েশন ও পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা ও উভয় সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক প্রগতি খীসা। এরপর একে একে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’এর সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক পার্বত্য উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথেরো। পরে ভিক্ষুসংঘ, ভক্ত ও পুণ্যার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন, সংঘরাজ তিলোকানন্দ মহাথেরো ও উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.