বান্দরবান আন্তবর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন ক্য শৈ হ্লা

Published: 25 Mar 2015   Wednesday   

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবতীকালীন নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুর্নবহাল রয়েছেন বর্তমান চেয়ারম্যান ক্য শৈ হ্লা। সদস্য হিসেবে বর্তমান ৩ সদস্যকে বহাল রেখে ১৪ জন সদস্যও নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 

 

বুধবার বান্দরবান জেলা পরিষদে চেয়ারম্যানসহ ১৫জন সদস্যের তালিকা জেলা মূখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্দেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াত স্বাক্ষরিত একটি গ্যাজেট বান্দরবান জেলা পরিষদে প্রেরণ করা হয়। এতে ১৯৯০ সনের জেলা পরিষদ আইন সংশোধীত ১৬ (ক) উপ-ধারার ক্ষমতা বলে চেয়ারম্যানসহ ১৫জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়। এতদিন চেয়ারম্যানসহ পাঁচ সদস্য নিয়ে জেলা পরিষদ তার কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকাশিত গ্যাজেটে অর্ন্তবর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ক্য শৈ হ্লা, সদস্য হিসেবে কাজী মুজিবর রহমান, লক্ষিপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, টিং টিং ম্যা মার্মা, থোয়াইচাহ্লা মার্মা, ক্যসাপ্রু, থোয়াইহ্লা মার্মা, ফিলিপ ত্রিপুরা, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সিংয়ং ম্রো, জুয়েল বম, ম্রাসা খিয়াং, ক্যচিং চাক।

 

এদিকে আন্তবর্তীকালীন নতুন পরিষদের বিষয় নিয়ে বান্দরবানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। আওয়ামীলীগ নেতারা মনে করছেন সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে জেলা পরিষদে আগের চাইতে কাজের গতি বাড়বে।অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) নেতারা সদস্য বৃদ্ধি করারে চুক্তি বিরোধী বলে আখ্যায়িত করেছেন।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান বলেন, জেলা পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে কাজের গতি বাড়বে। প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সদস্য নির্বাচিত করা হয়েছে। যার ফলে সম্প্রদায় ভিত্তিক যেমন উন্নতি হবে তেমনি দুর্গম এলাকায়ও উন্নয়নের ছোয়া লাগবে।


অন্যদিকে জেএসএস জেলা কমিটির সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন, সদস্য সংখ্যা বৃদ্ধি সম্পূর্ণ চুক্তি বিরোধি। চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না করে জেলা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি জনগণের কল্যাণ আসবেনা। বরং জেলা পরিষদে দুর্নীতি আরো বৃদ্ধি পাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত