রাজস্থলীতে জেয়সুখ বৌদ্ধ বিহারে ৬দিনব্যাপী বিদর্শন ভাবনার আয়োজন

Published: 24 Dec 2019   Tuesday   

রাজস্থলী উপজেলায় তাইতং পাড়াস্থ জেয়সুখ বৌদ্ধ বিহারের শনিবার থেকে ৬দিনব্যাপী বিদর্শন ভাবনা শুরু হয়েছে।


বিদর্শন ভাবনা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, চুশাক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ গুরু উ. কিত্তিমা মহাথের নেতৃত্বে ৬দিনব্যাপী বিদর্শন ভাবনা কেন্দ্র ২য়বারর মত অনুষ্ঠিত হয়। এলক্ষে প্রাব্রাজ্য শ্রমণ, ভিক্ষুনী ও ভাবনা কেন্দ্রে স্থাপন করা হয়। এতে এলাকার কয়েক শতাধিক দায়ক-দায়িকাগণ বিদর্শন ভাবনা অংশ গ্রহন করেন।

 

উপজেলা সদরের অবস্থিত হ্নাড়ামুখ পাড়াস্থ দি বুদ্ধ সাসনা হিতাকারি এসোসিয়েশন কার্যালয় শুভ উদ্ভোধন করা হয়। শুভ উদ্ভোধন করেন, রাজস্থলী উপজেলা পরিষদে চেয়ারম্যান উবাচ মারমা। এসময় উপস্থিত ছিলেন, সাবেক রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুচিংমং মারমা বিদর্শনা পরিচালনা কমিটি সভাপতি ক্যহ্লাচিং মারমা, সাধারণ সম্পাদক মংথিননু মারমা ও চনুমং মারমাসহ কয়েক শতাধিক ভিক্ষুনী ও দায়ক-দায়িকাগণ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত