মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জীবনের চিত্রাঙ্গন প্রতিযোগিতা

Published: 25 Mar 2015   Wednesday   

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপন ভূবনে রঙ্গীন,আকাশ ছোঁয়া স্বপ্নে রাঙাবো দেশ শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগিতার বুধবার আয়োজন করেছে।

 

জীবন সমন্বয়ক  সাজিদ-বিন-জাহিদ ও প্রচার বিভাগের প্রধান মোঃ হালিম শেখ-এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষক তাপসী চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক নুরুল আফসার, জীবনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, মেডিকেল সেল চীফ ডা: নিশু সাহা, রাঙামাটি জেলা সমন্বয়ক সাইদা জান্নাত, আউটরিচ প্রকল্প প্রধান শরমিন চৌধুরি সুমি।

 

 জীবন-এর সমন্বয়ক সাজিদ-বিন-জাহিদ বলেন, “প্রত্যেক শিশুর বিশেষ ক্ষমতা সম্পর্কে জীবন বিশ্বাসী। আমরা জানি তাদেরকে একটু উৎসাহিত করলে তারা অনেকদূর এগিয়ে যেতে পারে। ২০১১ সালে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে পার্বত্যাঞ্চলে প্রতিষ্ঠিত হয় জীবন। জাতীয়, সামাজিক, ঐতিহ্যগত বিভিন্ন উন্নয়নে জীবন তার পরিসর ব্যাপ্ত করে। নতুনত্বকে প্রাধান্য দেওয়া এবং প্রগতিশীল  চিন্তাধারার ক্ষেত্রে নিত্যনতুন মাইলফলক স্থাপন করে যাবে সংগঠনটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত