পানছড়িতে ইসলামী ব্যাংকের শাখা অফিসের উদ্বোধন

Published: 26 Nov 2019   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইসলামী ব্যাংক (আইববিএল) এর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার এ উপলক্ষে বাজার এলাকায় ব্যাংক এর সামনে আলোচনা সভা শেষে ব্যাংকটির শাখার উদ্বোধন করা হয়।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এ অফিস উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ (আইবিবিএল) চট্রগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নাইয়ার আজম এর সভাপতিত্বে ও আইবিবিএল খাগড়াছড়ি শাখার সিনিয়র কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন প্রমূখ।

 

ব্যাংকটির এজেন্ট মোঃ আবুল কাশেম এর ধন্যবাদকৃত বক্তব্যের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইবিবিএল খাগড়াছড়ি শাখা প্রধান এভিপি সাইফুদ্দিন আহাম্মদ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত