পিএসসি পরীক্ষা চলাকালী পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। শনিবার মাইকিং করে এতথ্য জানান খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ সুষ্ঠু ও নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্দেশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারামতে জেলা তথ্য অফিস খাগড়াছড়ি এর মাধ্যমে মাইকিং করা হয়েছে। মাইকিং সূত্রে জানা যায়- আগামী ১৭ হতে ২৪ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলাধীন ১নং নুনছড়ি স.প্রা.বি., কমলছড়ি মূখ স.প্রা.বি., বীচিতলা স.প্রা.বি., ঠাকুরছড়া উচ্চ বি., সাতভাইয়া পাড়া স.প্রা.বি., পেরাছড়া উচ্চ বি., কৃপারোয়াজা পাড়া স.প্রা.বি. ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বি., গাছবান স.প্রা.বি., শিশু স.প্রা.বি., খাগড়াছড়ি মডেল স.প্রা.বি. খাগড়াপুর স.প্রা.বি. ও পানখাইয়া পাড়া স.প্রা.বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের স্বার্থে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস তাঁর উপর অর্পিত ক্ষমতাবলে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন ও দিনগুলিতে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধ এলাকায় ০৫ (পাঁচ) বা ততোধিক ব্যক্তির সভা সমাবেশ, মিছিল, মাইকিং, লাঠিসোটা বা আগ্নেয়াস্ত্র বহনসহ যে কোন আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের উপর ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারামতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আরও জানা যায়, এ আদেশ পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হবার পর এক ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানান।
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের মাইকিং এর মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলায় বিভিন্ন কেন্দ্র এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা করে জনসাধারণকে অবহিত করা হচ্ছে বলে জানান জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.