খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

Published: 24 Mar 2015   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়িতে জেলা দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি শহরের গাইরিং হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া। এসময় জেলা সমন্বয় কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, সদস্য ফারজানা আলম, মোঃ আবদুল হালিম, মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা দুপ্রক সভাপতি মোঃ শাহজাহান পাটোয়ারী, লক্ষিছড়ি উপজেলা সভাপতি দশরথ তালুকদার, পানছড়ি উপজেলা সভাপতি বকুল চাকমা, মাটিরাঙা উপজেলা সভাপতি আবদুর রহিম, রামগড় উপজেলা সাধারন সম্পাদক মোঃ শাহ আলমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান ভুঁইয়া তার বক্তব্যে সমাজ ও রাষ্ট্রকে উন্নয়নমুখী করার লক্ষ্যে প্রতিটি স্তরে দুর্নীতি প্রতিরোধ করতে কার্যকর ভুমিকা রাখার জন্য জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি  গুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

 

দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরূদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে উল্লেখ করে তিনি আরও  বলেন, এক্ষেত্রে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। দেশের সুশীল সমাজের সবাইকে সচেতন করতে পারলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত