সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন

Published: 09 Nov 2019   Saturday   

শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবর দান উৎসব সম্পন্ন হয়েছে।

 

সকাল থেকে ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ভিক্ষু সংঘকে চিবর দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়। এ উৎসবকে ঘিরে রংবেরঙের ঐতিহ্যবাহী পোশাক পরে দলে দলে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকাল হতে বিহারে আসতে শুরু করে। অনুষ্ঠানের প্রথম পর্বে পঞ্চশীল গ্রহন, সকল প্রাণীর হিতার্থে সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিক্খার দানসহ নানাবিধ দান করা হয়।  এ সময় সুত্রপাঠ করেন মহালছড়ি আর্যমিত্র বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচারা মহাস্থবির ও  ধর্মীয় দেশনা প্রদান করেন লেমুছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ওয়েন্না স্থবির। 

 

একইভাবে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় দেশনা প্রদান করেন চৌংড়াছড়ি মুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ অভিঞানা মহাস্থবির। দেশনা শেষে  ভিক্ষু সংঘকে সার্বজনীন চিবরটি দান করেন সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

ধর্মীয় দেশনাকালে ভিক্ষুগণ বুদ্ধের মূখনিঃসৃত বাণী উচ্চারণ করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেন, অহিংসা পরম ধর্ম। সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে হানাহানি ও হিংসা-দ্বেষ, পরিহার করে সৎ জীবন যাপন করার পরামর্শ প্রদান করেন। সকলের মাঝে মৈত্রীভাব পোষণ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত