পানছড়ি’র প্রজ্ঞা সাধনা বনবিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

Published: 01 Nov 2019   Friday   

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রজ্ঞা সাধনা বনবিহারে শুক্রবার  চতূর্থ তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। 

 

এ  লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান, লেট্রিন দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

 

পানছড়ির মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ইন্দ্র লাল চাকমা ও ইউপি সদস্যা সুশিলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের স্বÑধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন মুনিপুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারের অধ্যক্ষ শ্রমিৎ অগ্র জ্যোতি মহাস্থবির, শীলাসার বনবিহারের অধ্যক্ষ জ্ঞান জ্যোতি স্থবির, রত্নাকুর অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অজিৎ কীর্তি স্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ অনুমদর্শী স্থবির প্রমূখ।

 

অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এম শ্রীমতি বাসন্তি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক মতিলাল চাকমা, সমাজ সেবক অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ। অনুষ্ঠানে স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন এশা চাকমা।

 

উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা- বিহারে সুপেয় পাণীয় জলের জন্য সু ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

 

অনুুষ্ঠানে এমপি বাসন্তি চাকমা ১লক্ষ টাকা পূর্ণদান করেন এবং বিহার উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত