আইমাছড়া শাখা বন বিহারে ৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Published: 01 Nov 2019   Friday   

রাঙামাটির বরকল উপজেলায় আইমাছড়া শাখা বন বিহারে দুদিন ব্যাপী ৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবের বৃস্পতিবার শেষ হয়েছে।

 

রাঙামাটির রাজ বন বিহারের পূণ্য জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে  ধর্মীয় দেশনা দেন রাঙামাটির  রাজ বন বিহারের দেবানন্দ মহাস্থবির শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ  আর্যবোধি মহাস্থবির ও খাগড়াছড়ি তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ  আদি কল্যাণ স্থবির। 

 

রাগীব রাবেয়া কলেজের লিটন চাকমা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রত্নাবতী  চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইমাছড়া বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান রতন চাকমা  প্রমূখ। 

 

এসময় লুম্বিনী শাখা বন বিহারের অধ্যক্ষ লোকানন্দ মহাস্থবির রাজ বন বিহারের সুধর্মানন্দ মহাস্থবির আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির অর্পণাচরন শাখা বন বিহারের অধ্যক্ষ মুক্ত প্রিয় স্থবির কুকিছড়া বন কুঠিরের অধ্যক্ষ নন্দসার স্থবির বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জীবন মোহন কার্বারী সহ ভিক্ষু সংঘ ও বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় অালোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় অাচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান,অাকাশ প্রদীপ দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। 

 

এর আগে বুধবার সমবেত পূণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বেইন ঘর শুভ উদ্বোধন করেন  খাগড়াছড়ি তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির ও আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত