মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার স্বানন্দ বৌদ্ধ বিহারে রোববার ১৭ তম কঠিন চীবর দান অনুষ্টিত হয়েছে। এ লক্ষে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।
স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরে সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চশীল প্রার্থনা করেন স্থানী ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা ও মুকুল চাকমা ও গৌতম বুদ্ধের স্বধর্ম বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুভদ্র মহাস্থবির, পানছড়ির জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রমিৎ জিতানন্দ থেরো, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ইন্দ্রপাল স্থবির, তালতলা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুদর্শ থেরো, পূজগাং মিলন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মলংকার ভিক্ষু, শ্রীমৎ শীল জ্যোতি ভিক্ষু প্রমূখ।
ও সমাজ সেবক মুকুল চাকমার সঞ্চালনায় স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুভদ্র মহাস্থবিরকে মহাস্থবির হিসেবে বরণ করেন নেন ও ক্রেস প্রদান করেন অরুন চাকমা, ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন যতীন্দ্র লাল চাকমা, স্ব-ধর্ম বক্তব্য দেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কঠিন চীবর দানের উদযাপন কমিটির আহবায়ক জীবন কৃঞ্চ চাকমা প্রমূখ। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন- হিতোষী চাকমা, স্ব-ধর্মীয় গাণ পরিবেশন করেন থৈয়ংগ চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.