রাঙামাটির মৈত্রী বিহারে শনিবার বৌদ্ধ ধর্মবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
মৈত্রী বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সভায় আনন্দ বিহার অধ্যক্ষ ও ত্রিপিটক বিশারদ প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে ধর্মদেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির উপদেষ্টা কীর্তিলংকার মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের রাঙামাটি পৌর কমিটির সভাপতি পূর্নজ্যোতি মহাস্থবির প্রমুখ। এসময় সাবেক যুগ্ন জজ দীপেন দেওয়ান, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্যে দেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতি দেবী প্রসাদ দেওয়ান। প্রতিশা চাকমা কণ্ঠে ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে ধর্ম সভা শুরু হয়। মঙ্গলাচারণ করেন পাঠ করেন শুভলংকার শ্রমন। অনুষ্ঠানে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
এর আগে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভগবান বুদ্ধের অহিংসা পরম নীতি মেনে চলে ও হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.