জুরাছড়ি সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

Published: 18 Oct 2019   Friday   

উপস্থিত হাজারো বৌদ্ধ পুণ্যাথীর সাধু-সাধু-সাধু উচ্চারণ আর সকল প্রাণীর সুখ-শান্তি-মঙ্গল কামনা এবং সকল প্রকার অশুভ শক্তি থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিশেষ প্রার্থনার মধ্যে নিয়ে  শুক্রবার(১৮ সেপ্টেম্বর) জুরাছড়ি সুবলং শাখা বন বিহারের দু’দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান উৎসব সমাপ্ত হয়েছে।

 

সুবলং শাখা বন বিহারের স্বর্গ ঘরের মাঠ আয়োজিত  এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনকারী পুন্যার্থীদের উদ্দেশে ধর্মদেশনা দেন বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির, ধর্মসার মহাস্থবির, বোধিনন্দ স্থবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুরাছড়ি জোন অধিনায়ক লেপ্টেনেন কর্ণেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবলং শাখা বন বিহারের ২৭তম কঠিন চীবর দান উদযাপন পৃষ্ঠপোষক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন সুবলং শাখা বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ও শিক্ষানুরাগী ধল কুমার চাকমা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শুরুতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন পূর্নিমা চাকমা। পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালযের প্রধান নিত্যানন্দ চাকমার পরিচালনায়  ভিক্ষুসংঘের উদ্দেশে বড়মোইন জুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন বিজয় চাকমা পঞ্চশীল প্রার্থনা করেন।

 

এতে পঞ্চশীল, অষ্টপুরুষ্কার, বুদ্ধমূর্তি, কল্পতরু ও কঠিন চীবর উৎসর্গের পর মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তৈরীকৃত কঠিন চীবর উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ও শিক্ষানুরাগী ধল কুমার চাকমা এবং উপাসিকা লক্ষি সীতা চাকমা পৃথক ভাবে সুবলং শাখা বন বিহারের প্রধানের উদ্দেশে প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত