বরকলে দুদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধন

Published: 24 Mar 2015   Tuesday   

রাঙামটির বরকল উপজেলায় মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা উপজেলা অডিটরিয়ামে শুরু হয়েছে।

 

 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও উপজেলা পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে ইন্টারনেট সেবার সংযোগ সাধন এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ইন্টারনেট সেবা প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষেই উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

 

মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলার সংসদ সদস্যর প্রতিনিধি উৎপল চাকমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

মেলায় উপজেলা প্রশাসন স্টল বরকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল স্টল বরকল সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের স্টল আইমাছড়া ইউনিয়ন পরিষদের স্টল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল মডেল উচ্চ বিদ্যালয়ের স্টল বরকল রাগীব রাবেয়া কলেজের স্টল ও বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের স্টলসহ ৮টি স্টল রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত