বরকলে টংগ্যার উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

Published: 24 Mar 2015   Tuesday   

রাঙামাটির বরকল উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পের আওতায় সচেতনতা মূলক কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। অন্যান্যদের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উদ্ভাসন চাকমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন প্রকল্পের পরীবিক্ষণ ও প্রশিক্ষণ কর্মকর্তা সজীব চাকমা প্রকল্প কর্মকর্তা শুভাশীষ চাকমা ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ সহ সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্র-ছাত্রী উপবৃত্তি মাধ্যমিক শিক্ষা স্তরের ছাত্র-ছাত্রী উপবৃত্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা ও ভিজিডি সুফলভোগীরা যাতে সঠিক ভাবে সেবাগুলো পায় সে ব্যাপারে সচেতনতামূলক আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত