রাঙামাটির তপোবন অরণ্য কুটিরে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত

Published: 11 Oct 2019   Friday   

রাঙামাটির  বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা মরিচ্যাবিল এলাকার অন্যতম রাজবন বিহারের শাখা বিহার তপোবন অরণ্য কুটিরে  রোববার প্রবারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে  ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির ও জুরাছড়ি সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবিরসহ অন্যান্য প্রমূখ। অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন জলি চাকমা। মুন চাকমার অনুষ্ঠান পরিচালনার মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুগ্ম জজ দীপেন দেওয়ান, ৬ নং বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, এ্যাডভোকেট রাজিব চাকমাসহ অন্যান্য প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতেই ভিক্ষু সংঘকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান, সংঘদান,অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান,কল্পতরুদান, চীবর দান সহ নানা বিধ দান অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয় বিভিন্ন দানানুষ্ঠান। দূর-দূরান্ত থেকে সমবেত হয় হাজারো পুণ্যার্থী।

 

অনুষ্ঠানের শেষে শেষে নারী-পুরুষ দু’ভাগে ভাগ করে প্রবারণা অধিস্তান করা হয়। অতীতের সমস্ত ভুল গুলো স্বীকার পূর্বক ভিক্ষু সংঘের নিকট ক্ষমা প্রার্থনা করেন পুণ্যার্থীরা।

 

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু-শ্রমনরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করা হয়ে থাকেন। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলে বৌদ্ধ ধর্মালস্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত