বান্দরবানে বিজিবির উদ্যোগে দু‘শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

Published: 24 Mar 2015   Tuesday   

বান্দরবানে গরীব ও অসহায় দু‘শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার সকাল থেকে শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন বিজিবি বান্দরবান সেক্টরের অস্থায়ী কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প বসানো হয়। কার্যক্রমটি উদ্ভোধন করেন বান্দরবান সেক্টর কমান্ডার অলিওর রহমান।

 

সংশ্লিষ্টরা জানান, সদর উপজেলার বিভিন্ন পাড়া থেকে আসা দু‘শতাধিক অসহায়-গরীব রোগী এ চিকিৎসা ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছে।

 

এদিকে, শহরের পাশাপাশি ক্রাইক্ষ্যং পাড়া ক্যাম্পেও এ চিকিৎসা ক্যাম্প বসানো হয়। দুদিন ব্যাপী এ চিকিৎসা ক্যাম্প চলছিল বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার অলিওর রহমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত