বান্দরবানে ৮টি বসত ঘর পুড়ে ছাই

Published: 24 Mar 2015   Tuesday   

বান্দরবানে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে গেছে ৮টি বসত ঘর । মঙ্গলবার দুপুরে বান্দরবান বালাঘাটা ও নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউগুলশানের রামপ্রসাদের বাসায় পূজা করার সময় ধূপের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় । একপর্যায়ে আগুনে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে ৭টি বসতঘর পুড়ে যায় । অপরদিকে বালাঘাটায় আগুনে আরো একটি বসতঘর পুড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

 

বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ রণজিৎ দত্ত জানান,আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত