রোববার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়ে গেল প্রথমবারের কারাতে বেল্ট গ্রেডিং অনুষ্ঠান।
সরকারী শিশু পরিবার প্রাঙ্গনে কারাতেকাদের বেল্ট পরীক্ষা নেন জাতীয় কারাতে প্রশিক্ষক ও রেফারী সেনসি লে.কর্ণেল আলী রেজা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য সেনসি আজহার হীরা। বেল্ট প্রদান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সিতোরিউ কারাতে (খাসিকা) উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আলী রেজা,পিএসসি। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক অমল বিকাশ চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জোনের নবাগত কমান্ডার লে. কর্ণেল হাসান মাহমুদ, পিএসসি, এমডিএস’র অধিনায়ক লে. কর্ণেল হামিদ, খাগড়াছড়ি ক্যান্ট-পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল মনির, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
সেনসি আজহার হীরার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ শাহজাহান আখন্দ।
আলোচনার পর খাগড়াছড়ি সরকারী শিশু পরিবার ও খাসিকা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সেনসি লে. কর্ণেল আলী রেজাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। এবং তার বদলী জনিত কারণে নতুন কর্মময় জীবনের সফলতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেনসি লে.কর্ণেল আলী রেজা বলেন, শুধু শরীর গঠনের জন্য নয় জীবন গঠনের জন্য কারাতে শিখতে হবে। জীবনে বড় হতে হলে লেখাপড়া, মেধা ও মননে দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, কারাতে মানুষের দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও মানসিক বিকাশে সাহায্য করে। অনুষ্ঠানের শুরুতে কারাতে ডিসপ্লে ও পরে সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.