মানিকছড়িতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Published: 23 Mar 2015   Monday   

খাগড়াছড়ির মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বই পড়ার উদ্যোগ নিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এরই অংশ হিসেবে  সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা  হয়েছে।

 

সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ভুক্ত মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদেরকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর অধীনে  আয়োজিত  শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার, অভিভাবক সদস্য এম.ই.আজাদ চৌধুরী বাবুল, প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, লাইব্রেরীয়ান আবদুল মান্নানসহ স্কুল শিক্ষকরা।

 

জানা গেছে, দেশের যে সমস্ত স্কুলে সেকায়েপ প্রকল্প রয়েছে সেসব প্রতিষ্ঠানে অধ্যায়নরত  শিক্ষার্থীদেরকে পাঠভ্যাসে মনোনিবেশ করতে প্রকল্প হাতে নিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র বাংলাদেশ। ফলে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদেরকে সৃজনশীলে অধিক জ্ঞান-অর্জনের লক্ষ্যে গল্প, কবিতা, উপন্যাস, জীবনী, ভ্রমণ কাহিনী, বৈজ্ঞানিক কল্প কাহিনী, ইতিহাস পড়ানোর উদ্যোশে গত মাসে স্কুল পর্যায়ে স্থাপিত লাইব্রেরীতে প্রকল্পভুক্ত শিক্ষার্থীদের মাঝে বই সরবরাহ করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা অফিস থেকে সরাসরি এসব পাঠাভ্যাস কর্মসূচী মনিটরিং করছে এক ঝাঁক তরুণ কর্মকর্তা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত