রাঙামাটিতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Published: 23 Mar 2015   Monday   

প্রসবের তৃতীয় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ ব্যবস্থাপনা শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় আয়োজিত কর্মশালার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা  পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, ইউএনএফপিএ’র রাঙামাটির প্রতিনিধি ডাঃ হেলেন চাকমা। ফ্যাসিলিটেটর ছিলেন ডাঃ রওনক জাহান, মা ও শিশু ক্যলাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) কনসালট্যান্ট ডাঃ লেনিন তালুকদার এবং ডাঃ বেবী  ত্রিপুরা।

 

প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত মাতৃস্বাস্থ্য সেবাদানকারীগন সিনিয়র ষ্টাফ নার্স, এসএসিএমও, সিএসবিএ, সিএইচসিপি এবং এফডব্লিউভি’র স্বাস্থ্যকর্মীগন প্রশিক্ষনার্থী  হিসেবে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত নারীদের নিরাপদ প্রসব নিশ্চিতকরনের মাধ্যমে সুস্থ শিশুর জন্মদান এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর হার কমানোর লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করতে কোন বয়সের প্রয়োজন হয় না। প্রশিক্ষণ গ্রহণ মানে অভিজ্ঞতা অর্জন ও নিজের দক্ষতা বৃদ্ধি করা। তিনি আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা নিজের পরিবারের এবং সমাজের উন্নয়নে সর্বদা কাজে লাগাতে পারলেই নিজেকে একজন প্রকৃত স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দিতে পারবে।

 

চেয়ারম্যান বলেন, মা হচ্ছে একটি গাছ আর এ গাছের পরিচর্যা ও রক্ষা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের এ পদক্ষেপ গুলোকে বাস্তবায়ন করতে মাঠ পর্যায় থেকে শুরু করে আমাদের উচ্চ পর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগে জনবল কম থাকলেও আন্তরিকতা থাকলে স্বাস্থ্যসেবা কমতি হবেনা।  তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম পাহাড়ী অঞ্চলে তৃণমূল পর্যায়ে গর্ভবতী  মায়েদের প্রসবকালীন  জীবন রক্ষাকারী সেবা প্রদানের মাধ্যমে মা ও শিশু মৃত্যুহার রোধে বিশেষ ভূমিকা রাখবে যা জাতিসংঘের সহস্্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)  এর ৮টি লক্ষ্যমাত্রার মধ্যে দু’টি অর্থাৎ ৪ ও ৫ নম্বর গোলটি অর্জনে সহায়ক হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত