বিলাইছড়ি প্রতিনিধিঃ বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ও এসএমসি সদস্যদের স্কুল ইফেকটিভনেস ইনিশিয়েটিভ এর আওতায় উপজেলা রিসোর্স সেন্টারে এক দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ এর চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা কর্মকর্তা আফরোজা ইয়াসমিন, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন, ইউআরসি এর ইনস্ট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা।
কর্মশালায় উপজেলার দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এসএমসি সভাপতি ও সদস্যসহ মোট চল্লিশ জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা যাতে সাবলীলভাবে বাংলা ও ইংরেজি রেডিং পড়তে পারে সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। এবং পিছিয়ে পরা শিক্ষার্থীদের অগ্রাধীকার দিয়ে ঝরে পরা শিক্ষার্থী রোধ করার মাধ্যমে শিক্ষার মান বাড়াতে হবে। বিদ্যালয়ে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করে আদর্শবান ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে বিদ্যালয়ের প্রতি আরও দায়িত্বশীল হয়ে শিশু বান্ধব বিদ্যালয় গড়ে তোলার আহবান জানান।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.