রাঙামাটিতে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর ওরশ সম্পন্ন

Published: 31 Aug 2019   Saturday   

গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার উদ্যোগে গাউছে জামান হযরতুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার রাতে শহরের রিজার্ভ মুখস্থ খানকা শরীফে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা মঈন উদ্দিন আল-ক্বাদেরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা গাউছিয়া কমিটির সদস্য-সচিব মোঃ আবু সৈয়দ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাহবুব এলাহী শিকদার। জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল কাদেরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসার সুপার মাওলানা জসীম উদ্দিন নুরী, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সেকান্দর হোসেন আল কাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নঈম উদ্দিন আল কাদেরী, সহকারী ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম আল কাদেরী, জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ জানে আলম, আবদুল হাকিম ভোলা সওদাগর প্রমুখ।

 

আলোচনা সভা শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, এই উপমহাদেশে কোরআন-সুন্নাহর সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার-প্রসারে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর অবদান অনস্বীকার্য। রাসুলে পাক (দঃ)-এর পবিত্র এই বংশের উত্তরাধীকারীদের এ দেশে পদচারনার মাধ্যমে সাধারন মুসলমান ইসলামের সঠিক পথটি খুঁজে পেয়েছে। তাই শাহেন শাহে সিরিকোট গাউছে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)-এর দেখানো পথে জীবন পরিচালিত করলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে নিঃসন্দেহে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত