অবশেষে ২৪ দিন পর গ্যাস পুনঃসংযোগ, বৃহস্পতিবার থেকে উৎপাদনে যেতে পারে কেপিএম

Published: 28 Aug 2019   Wednesday   

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ্ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডে গেল ৪ আগষ্ট থেকে মিটারিং পার্টসের ত্রুটিজনিত কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল।এতে প্রতিষ্ঠানে কাগজ উৎপাদনও বন্ধ থাকে। আবাসিক এলাকাসহ সমগ্র কেপিএম জুড়েই জ্বলেনি রান্নার গ্যাসের চুলা। বিদ্যুৎ না থাকায় সিংহভাগ সময়ই শ্রমিক-কর্মচারীদের অন্ধকারাচ্ছন্ন ভাবে থাকতে হয়েছে দীর্ঘদিন। অবশেষে বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ কর্তৃপক্ষ গ্যাস পুনঃসংযোগ দেয়। এতে প্রায় ২৪ দিনের দুর্বিসহ জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্থির নিশ্বাস ফেললো শ্রমিক কর্মচারীরা। 

 

কর্নফুলী পেপার পেপার মিলস লি. এর জিএম (এমটিএস) স্বপন কুমার সরকার বলেন, বুধবার বিকেলে কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ দিয়েছে।এতে শ্রমিক- কর্মচারী,কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মিলের ছোটখাটো মেন্টেনেন্স কাজ শেষে উৎপাদন প্রক্রিয়া শুরু করা হবে। মেন্টেনেন্স কাজ শেষ করে বৃহস্পতিবার থেকে মিল উৎপাদনে যেতে পারবে বলে তিনি জানান।

 

কেপিএমের সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের মারাত্বক দূর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সমগ্র কেপিএম জুড়ে শান্তির বাতাস বইছে। আমরা আগামীকাল বৃহস্পতিবার থেকে উৎপাদনে যেতে পারব ইনশাল্লাহ। 

 

উল্লেখ্য, গেল ৪ আগষ্ট রোববার বিকেল থেকে মিলের মিটারিং পার্টসের ত্রুটিজনিত কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে মিলটিতে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত