বজ্রপাতে বরকলে ৬টি দোকানঘর ও মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্থ, আহত ১

Published: 24 Aug 2019   Saturday   

বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ায় বজ্রপাতে একজন আহত ও ৫টি দোকান ঘর, ১টি বাড়ি ও মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

 

এলাকার সাবেক মেম্বার তমীর আলী জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টি আর ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কলাবুনিয়া বাজারের দোকান ঘর ও হামিদ মিয়ার বসত বাড়িতে থাকা সৌর বিদ্যুতের সরঞ্জামাদি নষ্ট হয়। এসময় বাড়ির টিন পুঁড়ে গেছে। তবে বজ্রপাতের সময় হামিদ মিয়া ও তার স্ত্রী সহ বাজারে থাকায় তারা প্রাণে বেঁচে যান। এছাড়া বজ্রপাতের শব্দের কারণে বামল্যান্ড বাজার মসজিদের দেয়াল ফাটলের সৃষ্টি হয়েছে। মনসুর আলী, শামসু মাতব্বর, মুজাহিদ, ও জান্নাত মিয়ার দোকান ঘরের পাশে আর বামল্যান্ড বাজারের হামিদ মিয়ার বসত বাড়ি ও মসজিদের পাশে বজ্রপাত হয়।

 

অপরদিকে বজ্রপাতের কারণে কলাবুনিয়া গ্রামের ইউছুফ আলী নামে একজন আহত হয়েছেন।  তার কানের পর্দা ফেটে যাওয়ায় তিনি কোন কিছু শুনতে পাচ্ছেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত