রিক্সা ছেড়ে মাদক ব্যবসায়, অতঃপর র‍্যাবের হাতে আটক

Published: 31 Jul 2019   Wednesday   

কাপ্তাই উপজেলাধীন রাইখালীর মাঝিপাড়ার মদের মহালে বুধবার দুপুরে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে মো. জসিম উদ্দিন (৪০) আটক হওয়ার খবর পাওয়া গেছে। 

 

চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, রাইখালীর মাঝিরপাড়া মদের মহাল থেকে চট্টগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার মোহাম্মদ পুরের  মোহাম্মদ হোসেনের ছেলে জসিমকে (৪০) অাটক করা হয়। এসময় তারকাছ থেকে ৮ টি গ্যালনে ভর্তি প্রতি গ্যালনে ২০`লিটার করে সর্বমোট ১৬০`লিটার মদ উদ্ধার করে র‍্যাব। পরে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

 

 চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ অাশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে রাইখালীর মাঝির পাড়া,নারানগিরি মুখ,ডুলুছড়ি,নোয়াপাড়া ও বাঙ্গাল হালিয়া থেকে একাধিক পাচারকারী নানা কৌশলে চট্টগ্রামে চোলাই মদ পাচার করে আসছে।

 

 উল্লেখ্য,আটক জসিম দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বেশি অর্থের লোভে সে রিক্সা চালানো বন্ধ করে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত