রাঙামাটির কাউখালীতে বিদ্যুতায়িত হয়ে নানী-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতছড়িস্থ পাইন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরের দিকে রাঙামাটির কাউখালীর বেতছড়ি এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের স্ত্রী রহিমা বেগম ও তার নাতি অনিক পাইন পাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে দাড়িয়েছিল। এসময় হাঠাৎ করে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে নানি-নাতীর শরীরে উপর ছিড়ে পড়ে। এতে তাদের দুজনের শরীরে বিদ্যুতায়িত হয়ে শরীর অঙ্গার হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। মৃত দুই জন সম্পর্কের নানী ও নাতি। ঘটনার পরপরই কাউখালীতে বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউখালী থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলু বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মৃত দেহ আত্বীয়-স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.