খাগড়াছড়িতে বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক মাল্টি-ষ্টেকহোলডার ডায়ালগ অনুষ্ঠিত

Published: 19 Mar 2015   Thursday   

বৃহষ্পতিবার খাগড়াছড়িতে বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক মাল্টি-ষ্টেকহোলডার ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনন্দ’র এম্পাওয়ারিং উইমেন ফর পিচ এন্ড ডেভেলমেন্ট ইন সাউট এশিয়া (ইডব্লিউপিডি) প্রকল্পের আয়োজনে আনন্দ’র নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মিঞা সভাপতিত্বে এ সংলাপ করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল খালেক । প্রধান প্রব›দ্ধকার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান । এম্পাওয়ারিং উইমেন ফর পিচ এন্ড ডেভেলমেন্ট ইন সাউট এশিয়া প্রজক্ট ম্যানেজার রাখী ম্রং পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াপুর মহিলা কল্যান সমিতি’র সভানেত্রী শেফালিকা ত্রিপুরা ।

 

বাল্য বিয়ে প্রতিরোধে  করনীয় শীর্ষক প্রবন্ধের উপর উপস্থাপন করেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আলো নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, জর্জকোর্টের এডভোকেট আক্তার উদ্দিন মামুন, খাগড়াছড়ি সদর হাসপাতালের শিক্ষা উপদেষ্টা হ্যাপিনা ত্রিপুরা প্রমূখ। অনুষ্ঠানে  সরকারী-বেসরকারী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে ।       

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত