প্রবল বর্ষণে পানছড়ির নিম্নাঞ্চল প্লাবিত,পানছড়ি-দুধুকছড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

Published: 09 Jul 2019   Tuesday   

 টানা  ভারী বর্ষণে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিতসহ পানছড়ি-দুধুকছড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

সরেজমিনে দেখা গেছে, প্রবল বর্ষণের কারনে পানছড়ি-দুধুকছড়া সড়কে দুধুকছড়া ফুটব্রীজ ভেঙ্গে গেছে। পানিতে ডুবে লোগাং বাউর পাড়া সেতু, ভুজ্জনাল সেতু, পূজগাং সেতু। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

 

পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা জানান- উপজেলার দুধুকছড়া কয়েকটি নিম্নবর্তী গ্রাম, বড় কলক, মধু মঙ্গল পাড়া, পূজগাং বাজার পাড়া  প্লাবিত হয়েছে। ফুট ব্রীজসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত