বান্দরবানে বন্য হাতির আক্রমণে দু জনের মৃত্যু

Published: 18 Mar 2015   Wednesday   

বান্দরবান সদর উপজেলার কদুখোলা গ্রামে বুধবার সন্ধ্যা ৭টায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন কদুখোলা গ্রামের মনতাজ ড্রাইভার (৩৫) অপর জন হলেন পার্শবর্তী ভাগ্যর কুল গ্রামের আবুল কাশেম(৫০)।

 

জানা গেছে মৃত আবুল কাশেম স্থানীয় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে তার বাড়ী ফেরার পথে রাস্তায় হাতির সামনে পড়লে তাকে পায়ে পিষ্ঠ হে ঘটনাস্থলে তার মত্যু হয়। অপরজন মনতাজ ড্রাইভার ও প্রতি দিনের ন্যায় কর্তব্য শেষে বাড়ী ফেয়ার পথে বন্য হাতির কবলে পড়লে তিনি পায়ে পিষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে বান্দরবান সদর থানার পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।


বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ঘটনার নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত