খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমার বদলি আদেশ বাতিলের দাবীতে বুধবার র্যালী, মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রী-অভিভাবকরা।
শহরের কোর্ট বিল্ডিং এলাকায় প্রেস ক্লাব সামনে খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবক ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা অংশ গ্রহন করে । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমার বদলি আদেশ বাতিল করার আবেদনটি প্রদান করা হয় ।
স্বারকলিপিটিতে স্বাক্ষরদাতারা হলেন অভিভাবক এড.সমারী চাকমা, রুপন চাকমা, জিমি চাকমা, ছাত্রী রিমা চাকমা, ৬ষ্ঠ শ্রেনীর জরিনা আক্তার, সানজুমান, আবেদা, তিষা চাকমা, ভাগ্যশ্রী চাকমা, রুনা আক্তার, ৭ম শ্রেনীর মধ্যে তসলিমা আক্তার, কুলসুমা আক্তার প্রমূখ ।
জানা যায়, সুশান্ত চাকমা’র দীর্ঘ দিন যাবত এলাকার বিদ্যালয়ে শিক্ষকতা করার ফলে অনেকের কাছে আস্থা অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তিনি প্রায় সময়ই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলমান এসএসসি পরীক্ষায়ও প্রধান শিক্ষক কর্মস্থলে উপস্থিত না থাকার কারনে তিনি খাগড়াছড়ি-২কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। তার চাকুরীর অবসর গ্রহনোত্তর ছুটি অর্থাৎ পিআরএল আগামী বছর শুরু হবে । তাতে এই বৃদ্ধ বয়সে নিজ এলাকা থেকে অন্য জেলাধীন বিদ্যালয়ে বদলী করাটা সকল দৃষ্টিতে অত্যন্ত অমানবিক বলে মনে হয় ।
অভিভাবক এ্যাডভোকেট সমারী চাকমা জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত চাকমাকে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়েছে। সুশান্ত স্যারকে বদলী করা হলে আমরা একজন দক্ষ প্রিয় শিক্ষককে হারাবো । সৃশান্ত স্যারের বদলীর আদেশ বাতিল করে তাকে আমাদের প্রিয় বিদ্যালয় খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনারায় বহাল রাখার জন্য জোর দাবী করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.