রাঙামাটিতে ছাত্রলীগ নেতা দীপংকর’র পিতৃ বিয়োগ, নেতা-কর্মীদের শোক

Published: 16 Jun 2019   Sunday   

রাঙামাটি জেলা ছাত্রলীগের সদস্য ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পার্বত্য টিচিং হোম (কোচিং সেন্টার)’র প্রতিষ্ঠা ও পরিচালক দীপংকর দে’র পিতা শ্রী গোরাঙ্গ দে রোবার (সকাল ৯.১৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল এ চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার চট্টগ্রামের পটিয়ায় নিজ গ্রামের বাড়িতে থাকা অবস্থায় গোরাঙ্গ দে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে পরলোক গমন করেন তিনি।

 

প্রয়াত গোরাঙ্গ দে’র বিদেহী আত্মার সৎগতি কামনাসহ শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমা। এছাড়াও কলেজ, সদর, শহর, ওয়ার্ড শাখার ছাত্রলীগ নেতা-কর্মীদের পক্ষথেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত