বর্তমান সরকারের গণমুখী অব্যাহত উন্নয়ন তৎপরতার ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলায় জনপ্রত্যাশার প্রকাশ এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডকে জনসম্মক্ষে তুলে ধরার লক্ষে বুধবার প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি এবং জেলা তথ্য অফিসার আতাউর রহমান, সভাপতির বক্তব্য রাখেন।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জনমনে গণমাধ্যমের প্রভাব বর্তমান বিশ্বে অনেক বেশী শক্তিশালী। সাংবাদিকরা যদি জেলায় সম্পন্ন এবং চলমান উন্নয়ন কর্মকান্ডের গঠনমুলক সমালোচনা মিডিয়ায় তুলে ধরেন, তাহলে সরকার এবং জনগণ অধিকতর উপকৃত হবেন।
এসময় সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম এবং প্রেসক্লাবের সাঃ সম্পাদক মুহাম্মদ আবু দাউদসহ জেলায় কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক-রেডিও ও অনলাইনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.