জুরাছড়িতে কৃষি শুমারি শুরু, চলবে ২০ জুন পর্ষন্ত

Published: 09 Jun 2019   Sunday   

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য সারা দেশের ন্যায় রাঙামাটি জুরাছড়ি উপজেলায় রোববার থেকে শুরু হয়েছে কৃষি শুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ শুমারি পরিচালনা করছেন। শুমারি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

 

উপজেলা পরিসংখ্যান সূত্রে জানা গেছে, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কৃষি অনুষদের জন্য বিশ^ প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী এ শুমারি পরিচালিত হচ্ছে। ফসল, মৎস্য ও প্রাণি সম্পদ সম্পর্কিত সর্বশেষ তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশের জিডিপিতে কৃষিতে ১৩.৩১ শতাংশ অবদান রয়েছে। কৃষি খাতে ৪০ শতাংশ মানুষ জড়িত। কৃষি শুমারিতে তথ্য সংগ্রহ করার জন্য জুরাছড়ি উপজেলায় ৫৮ জন তথ্য সংগ্রাহক কাজ করছে। এছাড়া তাদের দেখবালের জন্য ৯ জন সুপারভাইজার ও ২ জন জোনাল অফিসার কাজ করছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুভায় কুমার চাকমা নিশ্চিত করেছেন।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত